মিশিগান, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক টাউন সেন্টারে মিশিগান প্রবাসী বাংলাদেশি সনাতনীদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি রোববার (৮ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
গেল কয়েক মাস ধরে বাংলাদেশে সনাতনীদের উপর শারিরিক, মানসিক নির্যাতন তথা মন্দির, বাড়ীঘর, দোকানপাট লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শন, দেশ ছাড়ার হুমকি দেয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার করা হয়েছে। এসবের প্রতিবাদে মিশিগানের দুর্গা টেম্পল, কালীবাড়ী, রামকৃষ্ণ মিশন ও শিব মন্দিরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিপুল সংখ্যক সনাতনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ। বক্তব্য দেন শান্তিলাল বিশ্বাস, নিপেশ সুত্রধর, অবিনাশ চৌধুরী, সৌরভ চৌধুরী, শ্যামা হালদার, রতন হাওলাদার, অজিত দাশ, পংকজ দাশ, ওয়েন স্টেট ইউনিভার্সিটির একাধিক শিক্ষক ও কর্মকর্তা, ইসকনভক্ত ও বৃহত্তর ডেট্রয়েটের বিভিন্ন মন্দিরের সাধুসন্তরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘প্রতিবার বাংলাদেশে সরকার পরিবর্তন হয় আর সনাতনীদের উপর নেমে আসে অমানিষা, চলে তাদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা। এ হামলা নির্যাতন বন্ধ করতে হবে, আমরা চাই, একটি নিরাপদ বাংলাদেশ ও সম্প্রীতির বাংলাদেশ।’
বক্তারা বাংলাদেশে সনাতনীদের উপর শারিরিক, মানসিক নির্যাতন তথা মন্দির, বাড়ীঘর, দোকানপাট লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শন, দেশ ছাড়ার হুমকিদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
চিন্ময় কৃষ্ণ দাশ প্রভুকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।
অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের প্লেকার্ড, ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসেন ও প্রদর্শন করেন, তারা বিভিন্ন শ্লোগান দেন। এ সময় পথচারিরা হাত নাড়িয়ে তাদেরে সমর্থন জানান, কোন কোন গাড়ীচালক হর্ণ বাজিয়ে প্রতিবাদকারীদের সাথে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়।