মিশিগান: আমেরিকা-কানাডা সীমান্তের ডেট্রয়েট শহরের পার্শ্ববর্তী দুই দেশের সীমান্ত সংযোগকারী এম্বেসেডর ব্রীজ সংলগ্ন চেক পয়েন্টে কানাডা থেকে আগত লরি থেকে বিপুল পরিমাণ মাদক আটক করা হয়েছে।
গত ২১ মার্চ ইউএস বর্ডার ও কাস্টমস কর্তৃপক্ষ এসব মাদক আটক করে।
বাণিজ্যিক মালামাল পরিবহনে নিযুক্ত বড় আকারের লরি অনুসন্ধান করে কর্তব্যরত মাঠ কর্মকর্তারা প্রায় ১১৬ পাউন্ড নিষিদ্ধ কোকেন ৫০টি ইট সাইজের খন্ডে বিভক্ত থাকা অবস্থায় উদ্ধার করে।
এ সময় কানাডিয়ান বংশোদ্ভূত লরি চালককে আটক করা হয়। ইতিমধ্যে চালকের বিরুদ্ধে মামলা রুজু করে বিভাগীয় তদন্ত শুরু করে কাস্টমস কর্তৃপক্ষ।
ইউএস বর্ডার ও কাস্টমস কর্তৃপক্ষের ডাইরেক্টার অব ফিল্ড অপারেশনস মাইটি সি রেবন জানালা, এ রকম আন্তঃদেশীয় মাদক চোরাচালান পুরোপুরি নির্মূল করতে আমরা শক্ত অবস্থানে আছি। এসব মাদক আমেরিকান সমাজ জীবনকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে।’
তিনি কর্তব্যরত সদস্যদের এই প্রশংসনীয় কাজের জন্য ধন্যবাদ জানান।
মাইটি সি রেবন আরো জানান, চলতি ২০২৫ সালের ৫ মার্চ ১ হাজার ৩০০ পাউন্ড ওজনের আরো একটি কোকেনের চালান কর্তৃপক্ষের নিকট ধরা পড়ে।