বুধবার, ০২ এপ্রিল ২০২৫

শিরোনাম

মিশিগান সীমান্তে মাদক আটক

শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

প্রিন্ট করুন

মিশিগান: আমেরিকা-কানাডা সীমান্তের ডেট্রয়েট শহরের পার্শ্ববর্তী দুই দেশের সীমান্ত সংযোগকারী এম্বেসেডর ব্রীজ সংলগ্ন চেক পয়েন্টে কানাডা থেকে আগত লরি থেকে বিপুল পরিমাণ মাদক আটক করা হয়েছে।

গত ২১ মার্চ ইউএস বর্ডার ও কাস্টমস কর্তৃপক্ষ এসব মাদক আটক করে।

বাণিজ্যিক মালামাল পরিবহনে নিযুক্ত বড় আকারের লরি অনুসন্ধান করে কর্তব্যরত মাঠ কর্মকর্তারা প্রায় ১১৬ পাউন্ড নিষিদ্ধ কোকেন ৫০টি ইট সাইজের খন্ডে বিভক্ত থাকা অবস্থায় উদ্ধার করে।

এ সময় কানাডিয়ান বংশোদ্ভূত লরি চালককে আটক করা হয়। ইতিমধ্যে চালকের বিরুদ্ধে মামলা রুজু করে বিভাগীয় তদন্ত শুরু করে কাস্টমস কর্তৃপক্ষ।

ইউএস বর্ডার ও কাস্টমস কর্তৃপক্ষের ডাইরেক্টার অব ফিল্ড অপারেশনস মাইটি সি রেবন জানালা, এ রকম আন্তঃদেশীয় মাদক চোরাচালান পুরোপুরি নির্মূল করতে আমরা শক্ত অবস্থানে আছি। এসব মাদক আমেরিকান সমাজ জীবনকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি কর্তব্যরত সদস্যদের এই প্রশংসনীয় কাজের জন্য ধন্যবাদ জানান।

মাইটি সি রেবন আরো জানান, চলতি ২০২৫ সালের ৫ মার্চ ১ হাজার ৩০০ পাউন্ড ওজনের আরো একটি কোকেনের চালান কর্তৃপক্ষের নিকট ধরা পড়ে।

আরো পড়ুন

ঢাকা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয়। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়। পরবর্তী সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। দুই রাকাত ওয়াজির নামাজের পর খুতবা দেন ইমাম, এরপর হয় মোনাজাত। মোনাজাতে গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। মুসল্লিরা অনেকেই চোখের জলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বর্তমান সরকারের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। প্রথম জামাত শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। মসজিদ চত্বরে মুসল্লিদের সেলফিতে মেতে উঠতে দেখা যায়। সারাদেশে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।