ঢাকা: কথাসাহিত্যিক ও চিকিৎসা নৃবিজ্ঞানী শাহাদুজ্জামান এবং জনস্বাস্থ্যবিদ ডাক্তার খায়রুল ইসলামের যৌথভাবে রচিত ও প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থ মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাসের মোড়ক উন্মোচন বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সিপেরিমেন্টাল হলে বুধবার (২৮ ডিসেম্বর) করা হয়।
যুদ্ধের নৃশংসতায় বহু মানুষ আহত, নিহত হন ও পঙ্গুত্ব বরন করেন, এ মানুষদের চিকিৎসা ব্যবস্থাপনা যুদ্ধের একটি অনিবার্য অংশ। এ বইয়ে লেখকরা দীর্ঘ গবেষণার মাধ্যমে সংগ্রহীত ১৯৭১ এর চিকিৎসা ব্যবস্থাপনার বহু অজানা অধ্যায়ের উপর আলোকপাত করেছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মূল ভুখন্ডে, ভারতের শরনার্থী শিবিরে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকভাবে ডাক্তার, নার্স ও পল্লী চিকিৎসকসহ সাধারণ মানুষেরা কি করে চিকিৎসা যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, তারই ইতিবৃত্ত রয়েছে এ বইয়ে।
মুক্তিযোদ্ধা ও চিকিৎসা সেনাসহ অনেক গন্যমান্য মানুষ এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন। শাহাদুজ্জামান ও খায়রুল ইসলাম তাদের গবেষণার প্রেক্ষাপট, তথ্য সংগ্রহের অভিজ্ঞতা ও বাংলাদেশের ইতিহাস চর্চায় এ গ্রন্থের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী; বাংলাদেশ হাসপাতালের সামরিক নার্স ও বীর মুক্তিযোদ্ধা পদ্মা রহমান; স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডাক্তার কাজী তামান্না।
বইটি প্রথমা প্রকাশনের দোকানে ও অনলাইন স্টোরে পাওয়া যাবে। বইটির দাম মাত্র ৬৫০ টাকা।
উল্লেখ্য, শাহাদুজ্জামান একজন চিকিৎসা নৃবিজ্ঞানী ও বর্তমানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্স কর্মরত একজন অধ্যাপক। তিনি ছোটগল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী, কলাম ও সমসাময়িক বিষয়ে প্রবন্ধ লিখেন। এখন পর্যন্ত তার প্রায় ৩০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। তিনি ২০১৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। অন্য দিকে, মো. খায়রুল ইসলাম বাংলাদেশের একজন নেতৃস্থানীয় জনস্বাস্থ্য ও উন্নয়ন পেশাজীবী। বর্তমানে তিনি ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে মেডিসিনে স্নাতক এবং নিপসম ও বোস্টন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি প্রথমা প্রকাশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ বইটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও একজন প্রদায়ক। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত স্বাস্থ্য খাতের দুর্নীতি ও মুজিবপিডিয়ায় প্রকাশিত স্বাস্থ্য খাত বইগুলোর একজন প্রদায়ক।