সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

মুক্তির ৩০ বছর পর ভাইরাল ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি’, কী আছে এই গানে?

শনিবার, জানুয়ারী ২৫, ২০২৫

প্রিন্ট করুন

উড়িষ্যা, ভারত: হঠাৎ করেই তিন দশক আগের পুরানো একটি গান ভাইরাল হয়েছে। ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ শিরোনামের এই গানটি ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে চলছে তুমুল আলোচনা, পর্যালোচনা।

জানা যায়, গানটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের। ভারতে গানটি ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। থেমে নেই বাংলাদেশেও। গানের কথা বুঝতে না পারলেও এর সুর ও ভিডিওর দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

ভারতের বাইরে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান থেকেও লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন। অর্থ না জানলেও শ্রোতারা ঝুঁকেছেন এর সুরে। এমনকি গানটির উৎপত্তি কোথা থেকে সেটিও অনেকেরই অজানা।

গানটির উৎপত্তি সম্পর্কে জানা গেছে, তিন দশক আগের পুরানো এই গানটি ভারতের উড়িষ্যা প্রদেশের। তবে এর ভিডিওটি নির্মিত হয়েছে দুই দশক আগে। শিল্পীর নাম সত্য অধিকারী। গানটি ১৯৯৫ সালে প্রথম রেকর্ড করা হয়েছিল।

এরপর ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করেন। আর গানটির ভিডিওটি পরিচালনা করেছেন মানবভঞ্জন নায়ক।

গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশে গানটি গেয়েছেন একজন কৃষক প্রেমিক।

এই গানে অভিনয় করেছেন সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল। তিনি একজন থিয়েটার অভিনেতা। বেশ কিছু ছবিতেও নামভূমিকায় অভিনয় করেছেন। এমনকি, অল ইন্ডিয়া রেডিও’র একজন প্রতিষ্ঠিত শিল্পী ও শিক্ষক।