ঢাকা: নোবেল শান্তি পুরস্কার জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের প্রতি তার সমর্থনের জানিয়ে একটি চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস রোববার (২৭ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে ওবামার সই করা চিঠির একটি ছবি শেয়ার করেছেন।
যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতির চিঠিতে বলা হয়েছে, ‘মানুষের পরিবার ও সমাজকে দারিদ্র্যমুক্ত করে তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা দীর্ঘকাল ধরে আমি অনুপ্রাণিত হয়ে আসছি। ২০০৯ সালে হোয়াইট হাউসে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কর্মকাণ্ড লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে।’
এতে বলা হয়েছে, ‘এটা আপনাকে শক্তি জোগাবে যে, যেসব মানুষের প্রতি আপনি আপনার মেধা কাচে লাগিয়েছেন ও আমাদের মধ্যে যারা সকলের জন্য আরো ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করছি, আপনি তাদের সকলের হৃদয়ে রয়েছেন। আমি আশা করি, আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করার মত স্বাধীনতা পাবেন।’
বলে রাখা ভাল, ‘বারাক ওবামা টানা দুই বার (২০০৯-২০১৭) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্ষমতাসীন ডেমোক্রক্র্যাটিক পার্টির সদস্য ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।’