সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

মেরিল্যান্ডে বিসিএর প্রথম বই উৎসব ২২ ফেব্রুয়ারি

শনিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৫

প্রিন্ট করুন

মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র: আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (ইনক) মেরিল্যান্ড মহান একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাথে বই উৎসবের আয়োজন করছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রোসকো আর নিক্স এলিমেন্টারি স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এবারের অনুষ্ঠানমালায় থাকছে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, একুশের গান, নৃত্য, আবৃত্তি ও শিশু-কিশোরদের জন্য অংকন।

একুশে উদযাপন কমিটির আহ্বায়ক নিয়তি নির্মলা রেগো জানান, এই প্রথম একুশে অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছে বই উৎসব। বই উৎসবে সার্বিক সহযোগিতায় সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম, মেট্রো ওয়াশিংটন। ফোরামের তত্ত্বাবধানে বইয়ের স্টলে থাকবে বাংলা বই।

সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও সহ সাংস্কৃতিক সম্পাদক লিমা কোরাইয়া ও মুক্তা মেবেল রোজারিও জানান, অনুষ্ঠানের শুরুতে থাকবে শহীদ মিনারে পুস্প অর্পণ, বাংলাদেশের পতাকা হাতে শিশুদের শোভাযাত্রা, মঞ্জুরি নৃত্যালয় ও সৃষ্টি নৃত্যাঙ্গনের পরিবেশনা, আবৃত্তি ও একুশের গান। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের পাশাপাশি থাকবে খাবারের দোকান। শীতকালীন, পিঠা, চা, ভর্তা ও পায়েস থাকবে খাবারের দোকানে।

মেলায় কোন প্রবেশ মূল্য থাকবেন না।