শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে চায়ের দাওয়াত দিলেন শেখ হাসিনা

শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

প্রিন্ট করুন
সিদ্দিকুর রহমান এবং এমএ মালিক

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিককে চায়ের দাওয়াত দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

তবে এমএ মালিক জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিলে তিনি প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে অংশ নেবেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি আমাকে একটা নির্দেশনা দিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক সাহেবকে স্বাগত জানানোর জন্য ও আপ্যায়ন করার। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমি কিছুক্ষণ আগে তার সাথে দেখা করে সেই দাওয়াত পৌঁছে দিয়েছি। আমি বলেছি, আপনাকে (এমএ মালিক) আমি চা খাওয়াতে চাই। কারণ, প্রধানমন্ত্রী এখানে এসেছেন। আপনিও আমাদের অতিথি।’

জবাবে যুক্তরাজ্য এমএ মালিক বলেন, ‘গতকালকেও আওয়ামী লীগের নেতারা আমাকে অবাঞ্চিত ঘোষণা করে। তারা মিছিল করেছে, আমার নেতার বিরুদ্ধে কথা বলেছে। গালি দিয়েছে, আমার বিরুদ্ধেও কথা বলেছে।’

তিনি বলেন, ‘পরে, একটা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি আমাকে বললেন, আপনি লন্ডন থেকে এসেছন। আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি আমেরিকায়। প্রধানমন্ত্রী আপনাকে চায়ের দাওয়াত করেছেন। চা খাওয়ার দাওয়াত আমি গ্রহণ করেছি। কিন্তু, একটি আবদারও রয়েছে। আমার নেত্রী মুমূর্ষু অবস্থায়। আপনি কি প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন পারবেন যে, আমার নেত্রীকে (খালেদা জিয়া) বিদেশে যাওয়ার কোন ব্যবস্থা উনি (প্রধানমন্ত্রী) করে দিতে পারেন কিনা।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘উনি (এমএ মালিক) বলেছেন, প্রধানমন্ত্রী রাজি হলে আমার সাথে এক জায়গায় বসে চা খাবেন। এটাই আলাপ হয়েছে। এখানে কোন নাটকীয়তা নাই। ইতিমধ্যে এই প্রস্তাব আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি। এখন প্রধানমন্ত্রী কী করবেন, সেই বিষয়টি তিনি আমাকেও জানাতে পারেন অথবা উনি যার মাধ্যমে আমাকে নির্দেশনা দিয়েছেন তাকেও জানাতে পারেন।’

এ ব্যাপারে এমএ মালিক বলেন, ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি আমার কাছে এসেছিলেন। উনাকে শেখ হাসিনা বলেছেন, আমার সাথে কথা বলার জন্য। উনি চায়ের দাওয়াত দিয়েছেন। আমি স্বাগত জানিয়েছি। তবে বলেছি, আমাদের নেত্রী অসুস্থ। উনার সুস্থতার জন্য বিদেশে আসা দরকার। উনি যদি নেত্রীকে বিদেশে পাঠানোর ঘোষণা দেন, তাহলে আমরা উনার সাথে চা খেতে রাজি।

বলে রাখা ভাল, ‘জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশন উপলক্ষে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ উপলক্ষে জ্যাকসন হাইটসে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। সেই বিক্ষোভে অংশ নেন এমএ মালিকও।’