রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্টকে অনেকটা একদলীয় রাষ্ট্রের মতই মনে হচ্ছে

বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র: ফক্স নিউজ থেকে বেরিয়ে আসার পর এ প্রথম টাকার কার্লসন যুক্তরাষ্ট্রের গণ মাধ্যমে একটি আলোড়ন সৃষ্টিকারী ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘প্রকৃত কোন ইস্যু নিয়ে বিতর্ক সৃষ্টি করা যুক্তরাষ্ট্রের গণ মাধ্যমে কোনভাবেই ‘অনুমোদিত নয়’। খবর আরটির।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় তার এ ভিডিও ক্লিপটি টুইটারে পোস্ট হয়েছে। তিনি ফক্স নিউজে সম্প্রচারিত ‘টাকার কার্লসন টুনাইট’ অনুষ্ঠানটিতে যেমন এককভাবে কথা বলে যেতেন, এ ভিডিওটিতেও ঠিক একইভাবে কথা বলে গেছেন। কার্লসন মূলধারার মিডিয়াগুলোর তীব্র সমালোচনা করে বলেছেন, ‘টিভি নিউজ শোতে বেশিরভাগ আলোচনা অপ্রাসঙ্গিক ও অবিশ্বাসযোগ্য।’

তিনি আরো বলেছেন, ‘যুদ্ধ, নাগরিক স্বাধীনতা, উদীয়মান বিজ্ঞান, জনসংখ্যাগত পরিবর্তন, কর্পোরেট শক্তি, প্রাকৃতিক সম্পদের বড় বিষয়গুলো, যেগুলো নিঃসন্দেহে আমাদের ভবিষ্যতকে সংজ্ঞায়িত করবে, সেই বিষয়গুলো নিয়ে কার্যত কোন আলোচনাই এ টিভি শোতে এখন আর পাওয়া সম্ভব নয়।’

তিনি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, শেষ কবে আপনারা এ বিষয়গুলো নিয়ে একটি বৈধ বিতর্ক শুনেছেন? আশ্চর্য্যজনক হলেও সত্যি যে, বর্তমানে যুক্তরাষ্ট্রের গণ মাধ্যমে এ ধরনের বিতর্কের কোন সুযোগ নেই।’

যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলগুলো তাদের সুবিধা লাভের আশায় প্রায় একমত ও এখন অর্থপূর্ণ আলোচনা বন্ধ করার জন্য তারা সক্রিয়ভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের সরকার এ বিষয়ে প্ররোচনা ছেড়ে দিয়েছে ও এখন জোর করে সেন্সরশিপ বাড়ানোর পথ অবলম্বন করছে।

তাদের এ কাজের প্রেক্ষিতে কার্লসন বলেছেন, ‘যুক্তরাষ্টকে অনেকটা একদলীয় রাষ্ট্রের মতই মনে হচ্ছে।’

তিনি বলেছেন, ‘এটি একটি হতাশাজনক বিষয়, তবে এটি স্থায়ী নয়।’