বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন দিয়ে নজরদারি; ব্লিংকেনের চীন সফর স্থগিত

শনিবার, ফেব্রুয়ারী ৪, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনের চীন সফর স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা নজরদারি বেলুন শনাক্তের পর চীনে তার সফর স্থগিতের ঘোষণা দেয়া হয়। মার্কিন কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন চীনা গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত স্পর্শকাতর’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে বলে জানিয়েছিল। কিন্তু চীনের দাবি ছিল, এটি আবহাওয়া সংক্রান্ত বিষয়ে গবেষণার বেলুন। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেছে চীন। এ প্রেক্ষাপটে ব্লিংকেনের নির্ধারিত চীন সফর স্থগিত করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র পিট রাইডার জানিয়েছেন, ওই সন্দেহজনক বেলুনটি কয়েক দিন আগেই তাদের নজরে এসেছে।

বেলুনটিকে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গছে। ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বিমানঘাঁটি, ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্র কেন্দ্র্র রয়েছে।

যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, আমেরিকার নাগরিকত্ব নেয়া চীনা বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচর বৃত্তির কাজে লাগাচ্ছে বেইজিং।

উল্লেখ্য, দুই দিনন পরেই ব্লিংকেনের চীন যাওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্লিংকেনের যৌথ সিদ্ধান্তেই এ সফর স্থগিত করা হয়।