মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের জুম মিটিং হ্যাক, দেখানো হল পর্ন!

শুক্রবার, মার্চ ৩, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের একটি ভার্চুয়াল অনুষ্ঠান হ্যাক করে তাতে পর্ন দেখিয়েছে হ্যাকার। বৃহস্পতিবারের (২ মার্চ) ওই অনুষ্ঠানে ব্যাংকের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারের উপস্থিত থাকার কথা ছিল। পরে অনলাইন প্ল্যাটফর্ম জুমে শুরু হওয়া অনুষ্ঠানটি বাতিল করা হয়। খবর রয়টার্সের।

অনুষ্ঠানের এক অংশগ্রহণকারীই ফেডারেল রিজার্ভের গভর্নরের ভিডিও কনফারেন্সটি হ্যাক করে এবং সেখানে পর্ন ছবি দেখাতে শুরু করে।

যুক্তরাষ্ট্রের মধ্যম সারির ব্যাংকগুলোর জোট মিড-সাইজ ব্যাংক কোয়লিশনের নির্বাহী পরিচালক ব্রেন্ট জার্কস বলেছেন, ‘আমরা একটি টেলিকনফারেন্সে জুম হাইজ্যাকিংয়ের শিকার হয়েছি এবং আমরা বুঝতে চেষ্টা করছি যে, এমনটা যেন আর ঘটতে না পারে, সে জন্য আমাদের সামনে কী করা দরকার। এ ঘটনার জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত।’

ব্রেন্ট জার্কস আরো বলেন, ‘এর আগেও আমরা জুমে বিভিন্ন প্রোগ্রাম করেছি। কিন্তু, এমন কিছু আমাদের সাথে আগে কখনো ঘটেনি।’

ব্রেন্ট জানান, তিনি সন্দেহ করছেন যে, নিরাপত্তা ব্যবস্থায় কারিগরি ত্রুটি থাকার কারণে হ্যাকার সবার ভিডিও বন্ধ করে দিয়ে এমনটা করতে পেরেছে।

তবে, বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত জানেন না ব্রেন্ট।

ঘটনার পরপরই ফেডারেলে রিজার্ভের সাথে পরামর্শ করে অনুষ্ঠানটি বাতিল করা হয়। অনুষ্ঠান শুরু মাত্র কয়েক মিনিট আগে হ্যাকার, যে নিজেও অংশগ্রহণকারী ছিল, সে তার আইডি ‘ড্যান’ থেকে পর্ন ছবি দেখান শুরু করে। অনুষ্ঠানটিতে সব মিলিয়ে ২২০ জনেরও বেশি অংশগ্রহণকারী ছিল।

জুম এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি।