বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ত্রাণ সংস্থা ইউএসএআইডির কর্মীদের বাধ্যতামূলক ছুটি ঘোষণা

বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: মার্কিন ত্রাণ সংস্থা ইউএসএআইডিকে বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরই মধ্যে বিশ্বব্যাপী এই ত্রাণ সংস্থার কর্মীদের বাধ্যতামূলক ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংস্থার পক্ষে বিদেশে কর্মরত কয়েক হাজার মার্কিন নাগরিককে দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ট্রাম্প প্রশাসন একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় ঘোষণা করা হয়, সরকার বিশ্বব্যাপী ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সরাসরি নিয়োগপ্রাপ্ত সব কর্মচারীকে ছুটি দিতে এবং বিদেশে কাজ করা হাজার হাজার কর্মীকে দেশে ফেরার আহ্বান জানাতে যাচ্ছে।’

মঙ্গলবার ইউএসএআইডির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট থেকে বিশ্বব্যাপী ইউএসএআইডির সরাসরি নিয়োগপ্রাপ্ত সকল কর্মী প্রশাসনিক ছুটিতে যাবে। শুধু মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে, মূল নেতৃত্বে এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচীগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা এর বাইরে থাকবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের বাইরে দায়িত্বরত ব্যক্তিদের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এর অধীনে সংস্থাটি ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেরার আয়োজন ও ভ্রমনের জন্য অর্থ দেবে। এরপর অত্যাবশ্যকীয় বলে নির্ধারিত না হওয়া কর্মীদের চুক্তি শেষ করবে।’

‘সরাসরি নিয়োগপ্রাপ্ত’ কর্মী বলতে তাদের বোঝানো হয়েছে যারা সরাসরি যুক্তরাষ্ট্রের সরকারের নিযুক্ত সরকারি কর্মকর্তা। ইউএসএআইডির কর্মী বাহিনীর বিরাট একটি অংশ ঠিকাদারদের মাধ্যমে সংগ্রহ করা। এসব ঠিকাদারদের অনেককেই এরই মধ্যে বরখাস্ত অথবা ছাঁটাই করা হয়েছে।

প্রয়োজনীয় যে কর্মীরা কাজ চালিয়ে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে তাদের বৃহস্পতিবার বিকালের মধ্যে জানানো হবে। ওয়েবসাইটে থাকা বিবৃতিটি ‘সেবার জন্য আপনাকে ধন্যবাদ’ লেখা দিয়ে শেষ হয়েছে।

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পরই ত্রাণ সংস্থা ইউএসএআইডির অর্থায়ন স্থগিত করা হয়। সেই সঙ্গে এর বেশ কয়েকজন কর্মীকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়। শুধু কর্মীদের ছুটিই নয়, সেই থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, ত্রাণ সংস্থাটি বন্ধ করে দেয়া হতে পারে।

এমন গুঞ্জনের মধ্যে গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউএসএআইডি সম্পর্কে মন্তব্য চাওয়া হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটি একগুচ্ছ র‌্যাডিক্যাল পাগলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা তাদের বের করে দিতে যাচ্ছি এবং তারপরে আমরা সংস্থার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এরপর সোমবার (৩ ফেব্রুয়ারি) ইলন মাস্ক জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইউএসএআইডি বন্ধ করতে রাজি হয়েছেন।