ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: প্রথম নারী প্রধান পেল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। অ্যাডমিরাল লিসা ফ্র্যানকেতিকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিনেট লিসাকে নৌবাহিনীর প্রধান করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী, যিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবে কাজ করবেন। তাকে চিফ অব নেভাল স্টাফ করার জন্য সিনেটে ভোটাভুটি হয়। লিসার পক্ষে ৯৫টি ও বিপক্ষে একটি ভোট পড়ে।
লিসার নৌবাহিনীতে ৩৮ বছরের অভিজ্ঞতা আছে। তিনি প্রায় সব পর্যায়ে কমান্ডার ছিলেন। তিনিই দ্বিতীয় নারী, যাকে ফোর স্টার অ্যাডমিরাল করা হয়েছিল।