বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র মন্ত্রী

শুক্রবার, আগস্ট ১১, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসছেন এটা একটা ‘ভাল বিষয়’ বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন। শুক্রবার (১১ আগস্ট) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এটা একটা ভাল ব্যাপার যে, তারা পরিদর্শন করছে। তারা নিজেরাই দেখতে পাচ্ছেন কী ঘটছে।’

আব্দুল মোমেন আরো বলেন, ‘তারা মনে করে, বাংলাদেশ খুবই দরিদ্র একটি দেশ। তারা মনে করে, আমাদের দেশে খ্রিস্টান ও হিন্দু জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, যা সত্য নয়। তারা যদি পরিদর্শনে আসে, তারা নিজেরাই দেখতে পাবে যে, আমাদের দেশে এসব ঘটছে কি না, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে।’

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘তারা প্রধানত রোহিঙ্গা সংকট, সার্বিক অবস্থা ও তহবিলসংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করতে এখানে আসেন।’

এ ছাড়া, বিরোধীদের কাছ থেকে পাওয়া তথ্যের কারণেই বিদেশিরা আসে বলেও ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রী।

‘আমাদের বিরোধী দলের সদস্যরা ও কিছু প্রবাসী বিদেশিদের কাছে অভিযোগ করে। সে কারণেই এই সমস্যাগুলো আলোচনা আসে’ বলেও মন্তব্য মন্ত্রীর।