ঢাকা: সফরকারী যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগগুলোকে সহায়তার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) এ কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের মিডিয়া নোটে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন।’
এতে আরো বলা হয়, ‘সফররত যুক্তরাষ্ট্রের আন্তঃসংস্থা প্রতিনিধি দলটি ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাথেও বৈঠক করেছেন।’
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন ট্রেজারি বিভাগের সহকারী সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু, ইউএসএআইডি এশিয়ার উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কাঊর ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।
সফরকালে ইউএসএআইডি উন্নয়ন, শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আরো বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সাথে ২০ কোটির বেশি মার্কিন ডলারের একটি উন্নয়ন চুক্তি সই করেছে।
ইউএসএআইডি বাংলাদেশি জনগণের জীবনযাত্রার উন্নয়নে ২০২১-২০২৬ সাল পর্যন্ত প্রায় ১০০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশের জনগণের জন্য অন্তর্বর্তী সরকারের অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক রূপরেখা পরিকল্পনার এ সময়ে তহবিলের এ নয়া কিস্তিটি সহায়ক হবে বলে দূতাবাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।