মিশিগান, যুক্তরাষ্ট্র: আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিশিগান রাজ্যে প্রবাসী বাংলাদেশীরা সভা সমাবেশ ও প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো জয় পরাজয় নির্ধারণ করবে বলে ইতিমধ্যেই সংবাদ শিরোনাম হয়েছে, সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিশিগান অন্যতম।
মিশিগানের ভোটাররা এবার নির্বাচনে যে বিষয়গুলোর উপর বেশী গুরুত্ত্ব দিচ্ছেন সেগুলো হচ্ছে অর্থনীতি, অভিবাসন, গণতন্ত্রের হুমকি, স্বাস্থ্য, হাউজিং, শিক্ষা, অপরাধ, গর্ভপাত বিষয়ক আইন। এছাড়াও, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিও মিশিগানবাসীরা গুরুত্ত্ব দিয়ে দেখছেন।
গেল ১৩ অক্টোবর ওয়ারেন সিটির একটি রেষ্টুরেন্টে কমলা হ্যারিস ও টিম ওয়ালজের পক্ষে নির্বাচনী সভা করেছে ‘বাংলাদেশী আমেরিকান কমুউনিউটি’। এতে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি ষ্টোন, হ্যামট্রাম্যাক সিটির প্রাক্তন মেয়র ক্যারন ম্যাজস্কি, স্থানীয় নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, কাউন্সিলম্যান কামরুল হাসানসহ মিশিগানের বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ। সভায় বক্তারা ডেমোক্রেটিক দলীয় প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান।
প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন মিশিগান প্রবাসী বাংলাদেশি ট্রাম্পের ভক্তরা। তারা ইতিমধ্যেই হ্যামট্রাম্যাক শহরের কনান্ট অ্যাভিনিউয়ে ট্রাম্পের পক্ষে এবং শনিবার (১৯ অক্টোবর) বিকালে হ্যামট্রাম্যাক শহরের জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউয়ে মিশিগান বাংলাদেশি আমেরিকান কমুউনিটির উদ্যোগে সভা করেছে।
এছাড়া, কমলা হ্যারিসের পক্ষে গেল ৬ অক্টোবর ওয়ারেন সিটির একটি রেষ্টুরেন্টে সভা করেছে মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিশিগান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। দোকানপাট, গ্রোসারী, কর্মক্ষেত্র, বিভিন্ন পার্টিতে ভোটের কথা আলোচনা হচ্ছে।