নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ও উদ্যোক্তা শিব আয়াদুরাই ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে ঘোষণা করেছেন। তিনি মুম্বাইয়ে জন্ম নেন। খবর বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার।
সম্প্রতি তার প্রচারাভিযানের ৫৯ বছর বয়সী শিব বলেন, ‘বাম’ ও ‘ডান]কে পেছনে ফেলে, তিনি আমেরিকার মানুষদের সেবা করতে চান। সেই দেশের মানুষের প্রয়োজনীয় ও প্রাপ্য সেবা সরবরাহ করতে চান।’
তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি, যেখানে, আমরা স্বর্ণযুগে যাব নয়তো অন্ধকারের দিকে যাব… আমেরিকা তখনই মহান হয়ে উঠবে, যখন উদ্ভাবক, উদ্যোক্তা, দক্ষতা সম্পন্ন কর্মক্ষম মানুষ ও প্রতিশ্রুতিবদ্ধ কেউ এই দেশ চালাবে।’
প্রচারাভিযানে শিব আয়াদুরাই আরো বলেন, ‘পেশার রাজনীতিবিদ, রাজনৈতিক হ্যাকস, আইনজীবী-লবিস্ট ও শিক্ষাবিদ যারা দুর্নীতি এবং ক্রনি পুঁজিবাদের সাথে জড়িত, তারা দেশ ও স্থানীয় সরকারকে প্রভাবিত করে ও আমেরিকাকে মহান হতে বাধা দেয়।’
আয়াদুরাই ১৯৭০ সালে ভারত ত্যাগ করেন ও তার বাবা-মায়ের সাথে আমেরিকাতে বসবাস করতে আসেন। তিনি নিউ জার্সির প্যাটারসনে বসতি স্থাপন করেন।
শিব আয়াদুরাই তার নির্বাচনী ক্যাম্পে বলেন, ‘আমি ১৯৭০ সালে ভারতের বর্ণপ্রথা থেকে মুক্তি পেতে আমেরিকা চলে গিয়েছিলাম। সেখানে তখন আমাদেরকে নিম্নবর্ণের ‘অস্পৃশ্য’ ও ‘দুর্বল’ হিসেবে বিবেচনা করা হত।’