রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জিতবে ডেমোক্র্যাটরা

মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২

প্রিন্ট করুন

শিকাগো, যুক্তরাষ্ট্র: প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (৪ নভেম্বর) জোর দিয়ে বলেছেন, ‘৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতবে।’ তবে তিনি রিপাবলিকানদের বিজয় দেখানো জনমত জরিপ সঠিক প্রমাণিত হলে দুই বছর কঠিন সময় যাবে বলে সতর্ক করেছেন।

৭৯ বছর বয়সী বাইডেন মঙ্গলবারের (৭ নভেম্বর) নির্বাচনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যে চূড়ান্ত প্রচারণাকালে বলেন, তার ডেমোক্রেটিক পার্টি জয়লাভ করবে বলে তিনি আশাবাদী।

তিনি শিকাগোতে এক অডিয়েন্সকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি এমন ধারনা পাই নি যে, আমরা সমস্যায় আছি। বরং আমি মনে করি, আমরা জিততে যাচ্ছি। বাস্তবিক সেটাই হতে যাচ্ছে।’

তবে জরিপগুলোতে দেখা গেছে যে, রিপাবলিকানরা মঙ্গলবারের কংগ্রেসনাল নির্বাচনে সম্ভাব্য বড় জয়ের জন্য প্রস্তুত, শুধুমাত্র প্রতিনিধি পরিষদ নয় সিনেটেও তারা জয়ের আশায় রয়েছে।

বাইডেন প্রচারণায় নেমে এসেছেন। ২০২০ সালের তার কাছে পরাজিত প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও প্রচারে ফিরে এসেছেন।