সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগির আলোচনা শুরু হবে

মঙ্গলবার, জুলাই ২, ২০২৪

প্রিন্ট করুন

কারাকাস, জেনিজুয়েলা: জেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হবে।’

রাষ্ট্রীয় টেলিভিশনে মাদুরো বলেছেন, ‘আগামী বুধবার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা শুরু হবে।’

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দেয়ার পর জেনিজুয়েলা দুই মাস সতর্কতার সঙ্গে বিবেচনার পর এতে সম্মতি দেয়।

গেল বছর যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা কাতারে গোপন বৈঠকে মিলিত হয়। এ সময়ে কাতারের মধ্যস্থতায় উভয়দেশ বন্দি বিমিনয়ে সম্মত হয়।

দুই দেশ কিছু বন্দী বিনিময় করে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে অনুষ্ঠেয় ২০২৪ সালের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার তেলের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারও করে।

কিন্তু, নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের অনুমতি না দেয়ায় যুক্তরাষ্ট্র এপ্রিলে ফের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে।

এ প্রেক্ষিতে মাদুরো বলেছেন, ‘নয়া সমঝোতার লক্ষ্যে আমরা আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছি; যাতে সেপ্টেম্বরে কাতারে স্বাক্ষরিত চুক্তির আলোকে সবকিছু সমাধান করা যায়।’

তিনি আলোচনা ও সমঝোতার ব্যাপারে আশা প্রকাশ করেন।

তবে, মাদুরোর বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।