ডেস্ক প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে স্টুডেন্টস ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফেস্টিভ্যালে-২০২৩ (সুইফ) এ বিশেষ সম্মাননা ‘অনারেবল মেনশন অ্যাওয়ার্ড’ জয় করেছে চলচ্চিত্র ‘ইনান্না’। আগামী ১৮-২৫ জুন অনুষ্ঠিতব্য ফেস্টিভ্যালে বিশেষ প্রদর্শনী হওয়ার কথা রয়েছে ইন্নান্নার।
চট্টগ্রামের তরুণ নির্মাতা সাইদ খান সাগরের চিত্রনাট্য ও পরিচালনায় ইনান্না (নো ওয়ে আউট) শর্টফিল্মটি এবারের ফেস্টিভ্যাল আসরের ১২০টি দেশ থেকে ১৩ হাজার চলচ্চিত্রর সাথে প্রতিযোগিতা করে এ সম্মাননা লাভ করে। সবচেয়ে বড় স্টুডেন্টস ফিল্ম ফেস্টিভাল হিসেবে বিবেচিত অনলাইন এ প্রতিযোগিতা তরুণদের ফিল্মমেকিংয়ের প্রতি উৎসাহিত করতে আয়োজন করা হয়। প্রতি বছরের মত এবারো ফেস্টিভ্যালে বিশেষ প্রদর্শনী হওয়ার কথা রয়েছে ইন্নান্নার।
নারীর প্রতি তৃতীয় বিশ্বের দেশগুলোর দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি বৈষম্যের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অবাধ সুযোগ দায়ী- এমন এক বার্তা নিয়ে চলচ্চিত্রটি বানিয়েছেন বলে জানান নির্মাতা সাগর।
তিনি বলেন,‘ ইনান্না এমন এক গল্প, যাতে আপনার-আমার পাশে রোজ ঘটে চলা ঘটনাগুলো কীভাবে আরো অনেক ঘটনা থেকেই সূত্রপাত হয়, সেই জিজ্ঞাসাই আমরা করতে চেয়েছি দর্শকের কাছে। নিঃসন্দেহে ভাল লাগছে- এমন একটি উৎসবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি বলে।’
এমন সুযোগ বাংলাদেশের তরুণ নির্মাতা যারা নানা রকম সীমাবদ্ধতার ভেতরেও কাজ করে চলেছেন, তাদের বড় স্বপ্ন দেখতে কিছুটা হলেও উৎসাহিত করবে মনে করেন তিনি।
চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে ‘ইনান্না’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রাফিউল কাদের রুবেল, মহাশ্বেতা ভাবনা, বোরহান উদ্দিন ও আহানাফ আল আরাফ। ফেইল্ড ক্যামেরা স্টোরিজ চট্টগ্রামে চলচ্চিত্রটি প্রদর্শনীর ব্যবস্থা করবে বলে জানান সহযোগী পরিচালক মাহির আজরফ।
প্রেস বার্তা।