রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের সৈন্যদের ওপর হামলার প্রতিশোধ নেয়া হবে

বুধবার, জানুয়ারী ৩১, ২০২৪

প্রিন্ট করুন
জো বাইডেন

জুপিটার, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘তিনি জর্ডানে ড্রোন হামলার প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ মঙ্গলবার (৩০ জানুয়ারি) তিনি এ কথা বলেন।

ওই হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছে। তবে, বাইডেন জোর দিয়ে বলেছেন, ‘তিনি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চান না।’

যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছরে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি বাইডেন লোকদের অস্ত্র সরবরাহের জন্য ইরানকে দায়ী করে বলেছেন, ‘তারাই সামরিক ঘাঁটিতে মারাত্মক হামলা চালিয়েছে।’

হোয়াইট হাউস সতর্ক করেছে, অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর প্রথম মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে ‘একাধিক পদক্ষেপ’ হতে পারে।

ইরাকের একটি শীর্ষ স্থানীয় ইরানপন্থী গোষ্ঠী মঙ্গলবার (৩০ জানুয়ারি) বলেছে, ‘সামরিক পদক্ষেপ ঠেকাতে তারা যুক্তরাষ্ট্রের বাহিনীর উপর হামলা বন্ধ করবে।’

তবে, যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নেয়া বন্ধ করার জন্য এটি যথেষ্ট হবে- এমন কোন লক্ষণ নেই।

ফ্লোরিডায় প্রচারণার তহবিল সংগ্রহে যাওয়ার সময় সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেছিলেন, হামলার প্রতিক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন কি-না। উত্তরে বাইডেন হ্যাঁ বলেছেন। তবে, বিস্তারিত কিছু জানাননি।

বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে, আমাদের মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের প্রয়োজন। আমি এ যুদ্ধ খুঁজছি তা নয়।’