সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের স্টাইলে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন করছে ইসরাইল

রবিবার, জুন ৩০, ২০২৪

প্রিন্ট করুন

গাজা, ফিলিস্তিন: আসাদুল্লাহ হারুন। গুয়ানতানামো বে কারাগারে এক সময় বন্দি ছিলেন। এখন যখন ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের নির্যাতনের চিত্র দেখেন, তখন গুয়ানতানামো কারাগারে নিজের লাঞ্ছনা ও নির্যাতনের স্মৃতি মনে পড়ে তার। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের স্টাইলে ফিলিস্তিনিদের নির্যাতন করছে ইসরাইল। সংবাদ আল জাজিরার।

আসাদুল্লাহ হারুন বলেন, ‘এটি নিপীড়নের সবচেয়ে খারাপ উপায়। যখন আপনাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়; তখন আপনি কোনভাবেই নিজেকে রক্ষা করতে পারবেন না। নিঃসন্দেহে, এটি সেই প্রক্রিয়া; তারা একইভাবে জনগণকে নির্যাতন করছে। আমি মনে করি, মার্কিনীরা এটা শুরু করেছে ও ইসরাইলিরা এটা বাস্তবায়ন করছে।’

হারুন ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে অবৈধভাবে বন্দি রাখার মামলায় জিতেছিলেন। তাকে ২০০৭ সালে গ্রেফতারের পর ১৬ বছর ধরে কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে কোন অভিযোগ ছাড়াই বন্দি রাখা হয়েছিল। কোন সন্দেহ নেই, তিনি বলেছেন, ইসরাইলি কারাগারেও যেসব ফিলিস্তিনিকে বন্দি রাখা হয়েছে, তাদের সাথেও একই ঘটনা ঘটছে।

হারুন আরো বলেন, ‘প্রথম দিনগুলোতে যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল, আমাকে এমনভাবে মারধর করা হত মার খেয়ে আমি দাঁড়িয়ে যেতাম। বসতে পারতাম না। আবার যদি বসে পড়তাম এত মারত আর দাঁড়ানোর শক্তি থাকত না।’

‘আমার অনিদ্রার সমস্যা ছিল ও আমাকে বেশ কয়েক দিন ধরে এভাবে নির্যাতন করা হয়েছিল। এমন বহু বন্দি ছিলেন যাদেরকে কুকুরের মত মারা হতো। এরপরও খুব কমই আমরা চিকিৎসা সেবা পেতাম।’

সেখানকার শারীরিক নির্যাতন ভয়াবহ ছিল বলে জানান হারুন। ‘তার চেয়েও খারাপ, নানাভাবে মানসিক নির্যাতন করা হত। আমি বিশ্বাস করি ফিলিস্তিন, গুয়ানতানামো, বাগরাম ও আবু গারিবের বন্দিদের নির্যাতনের মধ্যে খুব একটা পার্থক্য নেই।’