নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে আগামী ২৭ জানুয়ারী থেকে এবারের ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু হচ্ছে। কোন জরিমানা ছাড়াই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ট্যাক্স বছরের ব্যক্তিগত ট্যাক্স ফাইল করা যাবে। এবারের ইনকাম ট্যাক্স রিটার্নে আর্নড ইনকাম ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট ও স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ গত বছরের চেয়ে বেড়েছে।
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) বরাতে এসব তথ্য জানা গেছে।
নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানান, কোন জরিমানা ছাড়াই ২০২৪ ট্যাক্স বছরের ব্যক্তিগত ট্যাক্স ফাইল আগামী ১৫ এপ্রিল পর্যন্ত করা যাবে। তবে আবেদনের মাধ্যমে ছয় মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এক্ষেত্রে জরিমানা এড়াতে ডিউ ট্যাক্স ১৫ এপ্রিলের মধ্যেই শোধ করতে হবে। বর্ধিত সময় আবেদন ইলেকট্রনিক্যালি বা পেপার মাধ্যমে করা যায়। তবে, নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান সাপেক্ষে সারা বছরই ট্যাক্স ফাইল করা যায়।
তিনি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানান, এ ট্যাক্স সিজনে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় ১৪০ মিলিয়ন ব্যক্তিগত ট্যাক্স ফাইল হওয়ার সম্ভাবনা রয়েছে।