নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে আইনি সেবাদাতা প্রতিষ্ঠান গেহি অ্যান্ড এসোসিয়েটের তত্বাবধানে গ্রিন কার্ড পেয়েছেন পাঁচ বাংলাদেশি। সোমবার (৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের একটি আদালত পাঁচ বাংলাদেশিকে গ্রিনকার্ড প্রদানের আদেশ দিয়েছেন।
তারা হলেন মোহাম্মদ হোসেন, তার স্ত্রী ও তিন বাচ্চা। তিনি বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য।
গেহি অ্যান্ড এসোসিয়েটের কর্ণধার নরেশ গেহি জানান, ২০১৫ এর এপ্রিলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে পুলিশের হাতে আটক হন মোহাম্মদ হোসেন। পরবর্তী একই বছর ১১-১৫ এপ্রিল চার দিন জেল খাটেন তিনি। পরে জেল থেকে বের হয়ে মো. হোসেন গেহি এন্ড এসোসিয়েটের মাধ্যমে অভিবাসী আশ্রয় (এসাইলাম) আবেদন করেন। আবেদনে এলডিপির সদস্য হওয়ায় ক্ষমতাসীনদের নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন। আদালত সবকিছু বিবেচনা করে তাদের পাঁচজনকে গ্রিনকার্ড প্রদানের আদেশ দেন।
গেহি অ্যান্ড এসোসিয়েট যুক্তরাষ্ট্রের একটি বিশ্বস্ত ও সুনামধন্য আইনি সেবা দাতা প্রতিষ্ঠান। এটি ইমিগ্রেশন, ব্যাংক্র্যাপসি, ক্রেডিট কার্ড মেটার, ডিভোর্স, সিটিজেনশিপ, চাইল্ড কাস্টডি, চাইল্ড সাপোর্ট অর্ডার অব প্রোটেকশন ও সব ধরনের ভিসা ও ফিয়ানসি ভিসা প্রসেসিং সেবা তুলনামূলক কম ফিতে দিয়ে থাকে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজোন পার্কের লিভারটি অ্যাভিনিউ ও জামাইকা অ্যাভিনিউতে প্রতিষ্ঠানটির অফিস রয়েছে।
বাংলাদেশি কমিউনিটি তো বটেই, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা, ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, তিব্বত, নেপালের কমিউনিটির কাছে প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।