মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট খেলবেন তামিম ও সাকিব

বুধবার, আগস্ট ২৮, ২০২৪

প্রিন্ট করুন

টেক্সাস, যুক্তরাষ্ট্র: দীর্ঘ দিন মাঠের বাইরে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। গেল মে মাসে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তামিমকে খেলতে দেখা গেছে। জাতীয় দলের জার্সিতে তাকে ফের কবে দেখা যাবে তা নিয়ে সংশয় আছে। তবে, শিগগিরই ক্রিকেটে ফিরছেন তিনি। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক। একই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসানও।

আগামী ৪ অক্টোবর মাঠে গড়াবে এনসিএলের আসর। এ টুর্নামেন্ট চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। ৬০ বলের এ টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথম বারের মত আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। টুর্নামেন্টটিতে খেলতে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। এনসিএলের এক্স অ্যাকাউন্টে ভিডিও বার্তায় ব্যাপারটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় তামিম জানান, আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি, সকলের সাথেই দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সাথে। টুর্নামেন্টে মাঠে নামতে তর সইছে না। দেখা হচ্ছে শিগগিরই।’

দশ ওভারের এ ক্রিকেটে তামিম ছাড়াও অংশ নিচ্ছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানও। বাংলাদেশি অলরাউন্ডারের সাথে চুক্তির ব্যাপারটিও জানিয়েছে এনসিএল কর্তৃপক্ষ। তামিম-সাকিব ছাড়াও এ টুর্নামেন্টে আরো অংশ নিচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ, ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, পাকিস্তানের মোহাম্মদ আমির, শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ইংল্যান্ডের জেসন রয়, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের মত তারকা। তবে, তারা কে কোন দলের হয়ে খেলবেন তা এখনো জানানো হয়নি।

এ টুর্নামেন্টে মেন্টরের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও জহির আব্বাস। কোচ হিসেবে থাকছেন স্যার ভিভ রিচার্ডস, মিকি আর্থার, সনাৎ জয়সুরিয়ার মত খেলোয়াড়রা।