সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে দিনে দুইটি করে বন্দুক হামলা

বুধবার, জুলাই ৫, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: বন্দুক সহিংসতা বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে চলতি ২০২৩ সালের এ পর্যন্ত কমপক্ষে ৩৪০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। খবর সিএনএনের।

বন্দুকবাজির এসব ঘটনা দেশটির জননিরাপত্তা ও অস্ত্র আইনকে নতুন করে আলোচনায় এনেছে।

গান ভায়োলেন্স আর্কাইভের পরিসংখ্যান বলছে, ‘গেল চার দিনে দেশটিতে বন্দুক হামলা হয়েছে ছয়টি। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন। জুন মাসে হয়েছে ৬৩টি হামলা। এ হিসাবে এ বছরের এখন পর্যন্ত দিনে গড়ে প্রায় দুইটি করে বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।