নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের মধ্যে বিপুল পরিমাণে বেড়েছে গাঁজা ব্যবহারের হার। খবর আনন্দবাজার পত্রিকার।
২০২১ সালে, যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে গাঁজা ব্যবহারের হার বেড়েছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সমীক্ষা এমনই তথ্য দিচ্ছে। ১৯-৩০ বছর বয়সিদের মধ্যে এ সমীক্ষাটি চালানো হয়েছিল।
সমীক্ষায় দেখা গেছে, প্রতি দশ জন প্রাপ্তবয়স্ক তরুণের মধ্যে এক জন প্রায় প্রতি দিন গাঁজা সেবন করেছেন। গত দশ বছরের তুলনায়, গত বছর দৈনিক গাঁজা সেবনের হার প্রায় দ্বিগুণ হয়েছে। আগের বছরগুলোর তুলনায় ২০২১ সালে গাঁজার ব্যবহার বেড়েছে প্রায় ৫০ শতাংশ। শুধু গাঁজা নয়, ব্যবহার বেড়েছে নিকোটিনেরও।
গবেষকরা বলছেন, ‘করোনা স্ফীতির বাড়াবাড়ি পর্যায়ে এ ধরনের নেশার সামগ্রীর ব্যবহার বন্ধ ছিল। করোনা পরিস্থিতি খানিক স্থিতিশীল হতেই ফের বৃদ্ধি পেয়েছে এ ধরনের সামগ্রীর ব্যবহার।’
যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ এর তথ্য অনুসারে, অতিরিক্ত মাদক সেবনের কারণে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছেন প্রায় এক লাখেরও বেশি মানুষ। গাঁজা ও নিকোটিন ছাড়াও বেড়েছে মদ্যপানের হার।
তথ্য বলছে, ‘প্রতি আট জনের মধ্যে এক জন প্রায় প্রতি দিন মদ্যপান করেছেন; যা ছাপিয়ে গিয়েছে পূর্ব বছরগুলোর রেকর্ডও।