শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে রোজা শুরু সোমবার

সোমবার, মার্চ ১১, ২০২৪

প্রিন্ট করুন

নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে রোববার (১০ মার্চ) প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) থেকে রোজা পালন করবেন দেশটির মুসলমানেরা। বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা। খবর আরব নিউজের।

বিবৃতিতে বলা হয়, ‘১৪৪৫ হিজরির রমজানের প্রথম দিন হবে সোমবার (১১ মার্চ)। আর প্রথম তারাবির নামাজ আদায় করা হবে রোববার (১০ মার্চ) রাতে।

এতে আরো বলা হয়, ‘১০ মার্চ এ নতুন চাঁদ উঠবে। এ দিন সূর্য থেকে চাঁদের দূরত্ব আট ডিগ্রির বেশি থাকবে। এছাড়া উত্তর আমেরিকার সব অঞ্চলে চাঁদ পাঁচ ডিগ্রির উপরে থাকবে।’

জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজানের তারিখ ঘোষণা করে থাকে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলো। এ হিসাব অনুসারে রোববার (১০ মার্চ) রমজান মাসের চাঁদের জন্ম হয়েছে।

রমজান ও শাওয়াল মাসসহ সব চন্দ্রমাসের হিসাবের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানকে স্বীকৃতি দেয় ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা। তবে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি ব্যবহার করা হয়। কেউ খালি চোখে চাঁদ দেখার স্বীকৃতি দিলে তার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।

এ দিকে, সৌদি আরবে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে, সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে রোজা।

অন্য দিকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে বলে এক ঘোষণায় বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি, করপোরেশন ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়াহ কাউন্সিল ও শরিয়াহ বিভাগ জানিয়েছে, সোমবার (১১ মার্চ) শাবান মাস শেষ হচ্ছে এবং মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া পৃথিবীর প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে।