নিউইয়র্ক: বাংলাদেশের লাবলু আনসারসহ যুক্তরাষ্ট্রে কর্মরত বিভিন্ন দেশের সাত সাংবাদিককে সম্মাননা দিয়েছে নেপালের গণমাধ্যম ‘ত্রিভেনি টাইমস’।
সম্মাননাপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন ভারতের হারপ্রিত সিং টুর, নেপালের সম্রাট কারকি, চীনের ইয়োঈ জিন, পাকিস্তানের মঞ্জুর হোসেন, নেপালের মনোজ বাসেত ও ফিলিপাইনের ড্যাভ লাভেন্স।
পত্রিকাটির প্রকাশনার বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নিউইয়র্ক সিটির কুইন্স লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করেন তারা।
সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন ‘ত্রিভেনি টাইমস’-এর সম্পাদক খাম লাল ভাট্টা ও নির্বাহী সম্পাদক নবরাজ কেসি।
এ সময় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের কংগ্রেশনাল প্রক্লেমেশন এবং স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের দেওয়া ‘আন সাঙ হিরো’ সনদ ছাড়াও কুইন্স বরো প্রেসিডেন্টের সম্মাননা সনদ দেওয়া হয় সাংবাদিকদের।
অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দীলিপ নাথ সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে সুশাসনের পথ সুগম ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে বিভিন্ন ভাষার গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গোটা কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতেও গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখছে। মেধাবী ও পরিশ্রমী সাংবাদিকরা পুরস্কৃত হওয়ার মাধ্যমে অন্যরাও পেশাগতভাবে আরো দায়িত্বশীল হবেন বলে আশা করছি।’
নবরাজ কেসি বলেন, ‘শুরু হওয়া এ যাত্রা অব্যাহত থাকবে এবং এ আয়োজনে সব কমিউনিটির অকুণ্ঠ সমর্থনের ব্যাপারটি আমাদের অভিভূত ও উৎসাহিত করেছে।’
অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, চীন ও ফিলিপাইনের শিল্পীরা নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের নাচ ও গান পরিবেশন করেন। বাংলাদেশের লোকসঙ্গীতের সঙ্গে নাচ পরিবেশন করেন আদ্রিকা ভৌমিক।
উপস্থিত ছিলেন স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের ডেপুটি চিফ অব স্টাফ নীল ত্রিভেদি, কুইন্স বরো প্রেসিডেন্টের প্রতিনিধি শুভ্র দত্ত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, কুইন্স কমিউনিটি বোর্ড-৩’-এর নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, মানিকগঞ্জ কল্যাণ সমিতির উপদেষ্টা আনিসুর রহমান এবং সিটি ফ্যাইন্যান্স ডিপার্টমেন্টের কর্মকর্তা গনেশ ভৌমিক।