বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ২০২২ এ সর্বোচ্চ সংখ্যক আত্মহত্যার রেকর্ড, আধিক্য পুরুষের

শনিবার, আগস্ট ১২, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে ২০২২ এ ইতিহাসের সর্বোচ্চসংখ্যক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সংখ্যার দিক থেকে তা ৪৯ হাজার জনেরও বেশি। বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রকাশিত সরকারি নথিতেই এমন চিত্র ফুটে উঠেছে। এর আগে সর্বোচ্চসংখ্যক আত্মহত্যার রেকর্ডটি ছিল ১৯৪১ সালে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সে বছর দেশটিতে ৪০ হাজার ৩০০ জন আত্মহত্যা করে। সংখ্যার বিচারে সে বছর প্রতি এক লাখ আমেরিকানের মধ্যে ১৪.২ জন আত্মহত্যা করেছিল। খবর আল জাজিরার।

দেশটির সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) প্রকাশ করা সে নথিতে বলা হয়েছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশটিতে আত্মহত্যার ঘটনা অনেক বেশি সাধারণ হয়ে উঠেছে। বিশেষ করে, ২০০০-২০১৮ সাল পর্যন্ত ক্রমাগত আত্মহত্যার সংখ্যা বেড়েছে।’

পরে, ২০১৯ সালে করোনাভাইরাস মহামারির সময়কালে আত্মহত্যার সংখ্যা কমেছিল ও পরের বছর তা আরো কমে। কিন্তু, ২০২১ সালে এসে তা ফের চার শতাংশ বেড়ে যায়। সবশেষ, ২০২২ সালে এসে গণনার পর থেকে সংখ্যার দিক থেকে আত্মহত্যার সব রেকর্ড ছাড়িয়ে ৪৯ হাজার ৪৪৯ জনে দাঁড়ায়।

সিডিসি বলছে, ‘২০২২ সালে আত্মহত্যা করাদের ৭৯ শতাংশই পুরুষ।’

এ দিকে, বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী জেভিয়ার বেকেরা বলেছেন, ‘প্রতি দশ জনের নয়জন আমেরিকান মনে করেন, দেশটি মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত সংকট মোকাবিলা করছে।’ সিডিসির নতুন এই প্রতিবেদনের চিত্রও এমন।

আর মানসিক সমস্যার ক্ষেত্রে অন্যের কাছে সাহায্য চাওয়াটা গুরত্বপূর্ণ। কিন্তু জেভিয়ার বেকেরার মতে, অনেক লোক এখনো বিশ্বাস করেন যে, সাহায্য চাওয়াটা দুর্বলতার লক্ষণ।