নিউইয়র্ক: শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) আন্তর্জাতিক পরিসরে তাদের প্রথম সিনেমা ‘বরবাদ’ মুক্তির ঘোষণা দিয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। যা প্রবাসী বাঙালীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। পর দিন ১৯ এপ্রিল কানাডায় সিনেমাটি মুক্তি পাবে।
বুধবার (৯ এপ্রিল) নিউইয়র্কের সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএর সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তার।
সংবাদ সম্মেলনে এসকে ফিল্মস ইউএসএ জানায়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ আন্তার্জাতিকভাবে চলচ্চিত্র পরিবেশনা শুরু করছে। প্রতিষ্ঠানটি অচিরেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়াতে এসকে ফিল্মস চলচ্চিত্র পরিবেশনা শুরু করবে। ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩৫-৪০টি প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ প্রদর্শিত হবে। নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো এবং ফিলাডেলফিয়া শহরগুলোতে সিনেমাটি দেখা যাবে। কানাডার মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টো শহরগুলোতেও সিনেমাটি মুক্তি পাবে।
এর আগে, ঈদুল ফিতরে বাংলাদেশের ১২০টি সিনেমা হলে মুক্তির পর সারাদেশে ব্যাপক আলোচনা তৈরি করেছে বরবাদ। মুক্তির ১০ দিন পেরিয়ে গেলেও এখনও দর্শকদের এ সিনেমা নিয়ে আগ্রহ কমেনি। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন; সবখানে এখনও হাউজফুল এটি।