তেহরান, ইরান: মার্কিন ও বৃটিশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। গাজা যুদ্ধে ইসরাইলকে সমর্থন করায় বৃহস্পতিবার (২ মে) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটি। খবর এএফপি, এনডিটিভির।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরাইল। এ যুদ্ধে ইসরাইলকে সমর্থন করায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপারসহ সাত জনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।’
এছাড়া, যুক্তরাজ্যের প্রতিরক্ষা সেক্রেটারি অব স্টেট গ্রান্ট শাপস, ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হকেনহুল ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভিকে নিষেধাজ্ঞায় লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
যুক্তরাষ্ট্রের সংস্থা লকহিড মার্টিন ও শেভরন এবং ব্রিটিশ সমকক্ষ এলবিট সিস্টেমস, পার্কার মেগিট ও রাফায়েল ইউকের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করেছে ইরান।