নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার , স্বাধীনতা দিবস উদযাপন ও প্রয়াত সাবেক সহ সভাপতি আবুল খায়ের ও প্রয়াত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাকির আজাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মার্চ) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এসব কর্মসূচির আয়োজন করো হয়। এর মধ্যে সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক জামাল আহমেদ জনি।
উদযাপন কমিটির সদস্য সচিব ফিরোজ আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, ছাত্রদলের প্রথম ভিপি হারুনুর রশীদ,আসাল এর সেন্ট্রাল সেক্রেটারি এমএ করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, নিউ ইয়র্ক স্টেট বিএনপি আহবায়ক ওয়ালিউল্লাহ মো. আতিকুর রহমান ,নিউ ইয়র্ক স্টেট বিএনপি সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউ ইয়র্ক সিটি বিএনপি সিনিয়র আহবায়ক সোহরাব হোসাইন, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদলের আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খাঁন, ব্রুকলিন বিএনপির সভাপতি গোলাম মাহমুদ।
স্বাগত বক্তব্য দেন এসএম ফেরদৌস। কোরবান থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন ওয়ালিউল্লাহ মো. আতিকুর রহমান.
সভায় আব্দুল লতিফ সম্রাট বলেন, ‘এ অবৈধ সরকারকে হটাতে কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে, যুক্তরাষ্ট্র বিএনপির সব নেতৃবৃন্ধ দেরি না করে আন্দোলনকে বেগবান করার জন্য সব কিছুই করবে।’
মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, ‘যুক্তরাষ্ট্র বিএনপি ঐক্যবদ্ধ আছে; আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে।’
সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান দুলাল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, ফোরাম এর সাবেক সভাপতি নাসিম আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসাইন, কলামিস্ট সাঈদ তারেক, সাবেক নির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম খান, বিএনপি নেতা বিএম বাদশা, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম ওবায়দুল হক, নিউ ইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ, যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক মো. আশরাফ হোসাইন,যুগ্ম আহবায়ক দেওয়ান কায়সার, মহানগর বিএনপির সদস্য নূরে আলম, ইন্টার স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালেহ চৌধুরী, লং আইল্যান্ড বিএনপির সভাপতি পাখি আলিম, লং আইল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, মহানগর শ্রমিক দল সভাপতি হুমায়ুন কবির, বিএনপি নেতা জামিলুর রহমান, কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি জামাল হক, ডক্টর মোশারফ হোসেন ফাউন্ডেশন সভাপতি আল আমিন, শাপলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ওয়াসিম ভূইয়াঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন মিয়াজী, কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আল আমিন, কুমিল্লা সমিতির নুরুল আমিন বিটু, বিএনপি নেতা ফয়সল,আমিনুর রসূল ছোট্টন, মিজানুর রহমান ও আইয়ুব খান, কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মো. মোরসালিন হোসাইন, সোহো সভাপতি আলী মাহমুদ মাসুদ, স্টেট বিএনপি সদস্য আলমগীর হোসাইন, বিএনপি নেতা নাসির উদ্দিন শরীফ, বিএনপি নেতা রইস উদ্দিন, বিএনপি নেতা টিপু খান ও খাইরুল বাসার।
সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম।