চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির নদী, খাল ও জলপথগুলোকে বিভিন্ন দূষণ থেকে মুক্ত করতে সম্মিলিত পদক্ষেপ নেয়ার প্রয়াসে ‘খাল ও জলাশয় রক্ষায় যুব সংলাপ’ সম্পন্ন হয়েছি। চট্টগ্রামের যুব সংগঠনগুলোর ফোরাম বাংলাদেশ অ্যালায়েন্স অফ ইয়ুথ এ সংলাপের আয়োজন করে।
ইপসা ও সেভ দ্য চিলড্রেনের সহায়তায় বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যালায়েন্স অফ ইয়ুথের সদস্য সচিব সনাতন চক্রবর্ত্তী বিজয়ের পরিচালনায় অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি খাল ও জলাশয় রক্ষায় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এছাড়া, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অফ আর্কিকেক্ট চট্টগ্রাম চাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, ইপসা প্রয়াস-২ প্রকল্পের সমন্বয়ক সানজিদা আক্তার ও ইয়ুথ ফোকাল আবদুস সবুর।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘পরিকল্পিত নগর বিনির্মাণে এবং চট্টগ্রামের খাল ও জলাশয় পুনরুদ্ধারে আজকের এ যুব সংলাপ নিঃসন্দেহে সম্মিলিত কণ্ঠস্বর হয়ে কাজ করবে। এ জন্য বাংলাদেশ অ্যালায়েন্স অফ ইউথকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যুবরা বন্দর নগরীর পথ প্রদর্শক হয়ে কাজ করবে।’
এ সময় যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে সিটির প্রতিটি সেবা সংস্থার সাথে পরামর্শক সভা করারও ইচ্ছা ব্যক্ত করেন তিনি।
সভায় চট্টগ্রামের খাল ও জলাশয়ের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন ইয়েস বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সাফায়েত জামিল নওশান, খাল ও জলাশয়ে দূষণের উৎস ও ধরন চিহ্নিতকরণ নিয়ে বক্তব্য দেন আলোর মাঝির সভাপতি শওকত জামিল সৌরভ, জলজ বাস্তুতন্ত্র এবং জনস্বাস্থ্যের উপর দূষণের প্রভাব নিয়ে আলোচনা করেন টিম চিটাগংয়ের ফাইন্যান্স সেক্রেটারি ওয়ারেসুল জান্নাত (আনিকা), খাল এবং জলাশয়ে দূষণ কমানোর জন্য উদ্ভাবনী সমাধান নিয়ে কথা বলেন চবি ডিবেটিং সোসাইটি (সিউডিএস) সভাপতি কায়েস মো. সাইফুল্লাহ, খাল ও জলাশয় রক্ষায় বিভিন্ন স্টেকহোল্ডারদের ভূমিকা ও দায়িত্ব চিহ্নিতকরণ নিয়ে কথা বলেন ইয়ুথ ভয়েস অফ চট্টগ্রামের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ, খাল ও জলাশয় রক্ষার জন্য সুনির্দিষ্ট যৌথ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন পজিটিভ থিংকার্স সভাপতি জিকু চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যালায়েন্স অফ ইয়ুথের আহ্বায়ক সৈয়দ মোহন উদ্দিন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠন থেকে শতাধিক যুব প্রতিনিধি অংশ নেয়।