চট্টগ্রাম: চট্টগ্রামের শাস্ত্রীয় বংশীবাদক শ্রী রণধীর দাশের জন্মদিন পালন ও তার প্রতিষ্ঠিত একমাত্র চট্টগ্রামের শাস্ত্রীয় বংশীবাদনের সংগঠন ‘বংশীধ্বনি চট্টগ্রাম’ এর দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় বংশীধ্বনির অস্থায়ী কার্যালয়ে মোহাম্মদ ওয়াসিমের সঞ্চালনায় রণধীর দাশের জন্মদিন উদযাপন করা হয়। এরপর বংশীধ্বনির নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি রাজীব বিশ্বাস, সাধারণ সম্পাদক ওস্তাদ রণধীর দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক রিটন কুমার ধর নির্বাচিত হয়েছে। কমিটির অন্যরা হলেন সাংস্কৃতিক সম্পাদক সুমন কুমার নাথ, অর্থ সম্পাদক রাসেল দত্ত, সহ-অর্থ সম্পাদক সৌরভ কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম, প্রচার সম্পাদক শিমুল মজুমদার, সহ-প্রচার সম্পাদক প্রসাদ চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদক মনীষা ধর।
এছাড়া, সদস্য সচিবের দায়িত্বে আছেন শোভন চক্রবর্তী ও প্রবাল পাল।
অনুষ্ঠানে রাজীব বিশ্বাস বলেন, ‘১৯৯৮ সালে রণধীর দাশের গড়া এ ‘বংশীধ্বনি-চট্টগ্রাম’ অনেক স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আবির্ভাব।’
রণধীর দাশের হাত ধরে এ বংশীধ্বনি তার কোয়ালিটির মাধ্যমে চট্টগ্রামসহ সারা দেশে অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
রণধীর দাশ বলেন, ‘আমি পেশায় একজন শাস্ত্রীয় বংশীবাদক। আমি যতটুকু এ বংশী শিল্পকে আয়ত্ব করতে পেরেছি, তার সবটুকুই আমি আমার ছাত্র-ছাত্রীদেরকে বিলিয়ে দিতে চাই। শুদ্ধ শাস্ত্রীয় বংশীবাদনে অবদান রাখতে চাই এ বংশীধ্বনির ব্যানারের মাধ্যমে। তাই, সবার সহযোগিতায় সংগঠন চালাতে খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করি না।’
রিটন কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন শোভন চক্রবর্তী। নতুন কার্যকরী পরিষদের সকলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় বংশী ধ্বনির সদস্যরা।
প্রেস বার্তা