নিজস্ব প্রতিবেদক: চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে রমজান ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল সমিতির প্রধান কার্যালয় চট্টগ্রাম ভবনে রোববার (২৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
সমিতির অন্তবর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য মনির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর কাদের রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বায়তুল জান্নাহ জামে মসজিদের খতিব হাফেজ আশরাফ উল্লাহ।
সমিতির সদস্য মোহাম্মদ হারুনের কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য দেন অন্তবর্তীকালীন কমিটির সদস্য নুরুল আনোয়ার, সমিতির সাবেক কর্মকর্তা কামাল হোসেন নিঠু ও সাবেক সাংগঠনিকসম্পাদক মো. আরিফুল ইসলাম।
উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান শাহাজান সিরাজী, আজীবন সদস্য আবুল কাসেম ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমান বাদল, সাবেক সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সিনিয়র সহ সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিরসরাই সমিতির সভাপতি আমজাদ ভুঁইয়া, মিরসরাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাউসার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান, মিরসরাই সমিতি ইউএসএ’র সভাপতি মেজবাহ উদ্দীন, অন্তবর্তীকালীন কমিটির সদস্য মোহাম্মদ সুমন উদ্দীন, মোহাম্মদ ইকবাল ভুঁইয়া, সাবেক কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম, হানিফ, কলি ফারুক, টি আলম।