মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

রাইসি নিহত

সোমবার, মে ২০, ২০২৪

প্রিন্ট করুন
ইব্রাহিম রাইসি

তেহরান, ইরান: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। দেশটির খবর মাধ্যম এ ঘোষণা দিয়েছে। তবে, সরকারিভাবে ব্যাপারটি এখনো নিশ্চিত করা হয়নি।

ইরানের বার্তা সংস্থা মেহর নিউজের সংবাদে বলা হয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্যে তার দায়িত্ব পালনের সময়ে দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন ‘

অন্যান্য খবর মাধ্যমও নিউজটি প্রকাশ করেছে।

রোববার (১৯ মে) পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তিনি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে সেখানে যান। এ সময়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও সেখানে ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সাথে থাকা অন্য কর্মকর্তারা। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হলেও অন্য দুইটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়। দুর্ঘটনার পরপরই ৭৩টি উদ্ধারকারী দল কাজ শুরু করে। কিন্তু, বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।

সোমবার (২০ মে) সকালে হেলিকপ্টারটিকে খুঁজে পাওয়ার পর এতে কোন ‘প্রাণের চিহ্ন নেই’ বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদে বলা হয়েছে।