রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

রাজনীতি/বিএনপির কেন্দ্রীয় ফোরামে যুক্তরাষ্ট্রের আরো পাঁচ নেতা অন্তর্ভূক্ত

মঙ্গলবার, জুলাই ২, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র: বিএনপির কেন্দ্রীয় ফোরামে যুক্তরাষ্ট্রের আরো পাঁছ নেতাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্তৃক গেল ২৪ জুন স্বাক্ষরিত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে চেয়ারপাসনের বিশেষ সহকারির দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তারা হলেন নিউইয়র্কের গোলাম ফারুক শাহীন, ওয়াশিংটন ডিসির হাফিজ খান সোহায়েল, পেনসিলভেনিয়ার এএসএমজি শাহ ফরিদ, ক্যালিফোর্নিয়ার বদরুল ইসলাম শিপলু ও জর্জিয়ার নাহিদ খান।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ খানের জন্য এটি হচ্ছে দ্বিতীয় দায়িত্ব।

বলে রাখা ভাল, এরমধ্যেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে বেবী নাজনীনকে নিয়োগ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীনের এটি হচ্ছে দ্বিতীয় দায়িত্ব। তারও পূর্বে কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান ভূইয়া মিল্টন।