বুধবার, ২২ মে ২০২৪

শিরোনাম

রাজনীতি/যুক্তরাষ্ট্র বিএনপির অনুষ্ঠানে সভাপতিত্ব করা নিয়ে বাদ-প্রতিবাদ ও উত্তেজনা

বুধবার, এপ্রিল ৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র বিএনপি স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল করেছে। মাহফিলে স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থ্যতায় দোয়া করা হয়।

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি হলে বুধবার (২৭ মার্চ) এ মাহফিলের আয়োজন করা হয়। কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপির মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, গেস্ট অব অনার ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও বিএনপির নেত্রী রিটা রহমান।

বিগত ১২ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় সংগঠনের সভা-
সমাবেশে সভাপতিত্ব করার প্রশ্নে মতবিরোধ দেখা দেয়। এ দিনের অনুষ্ঠানের প্রথম পর্বে ইফতার ও দোয়া মাহফিলেও সভাপতিত্ব করা নিয়ে মতবিরোধ দেখা দেয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাবেক সহ সভাপতি জামাল আহমেদ জনি মাইক্রোফোন হাতে নিয়ে দোয়া মাহফিলে সভাপতি হিসেবে সাবেক সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করলে উপস্থিত অনেকেই এর প্রতিবাদ করেন এবং নতুন কাউকে সভাপতির আসনে বসানোর প্রস্তাব করেন। অবশেষে বাদ-প্রতিবাদ ও উত্তেজনার মুখে গিয়াস আহমেদের প্রস্তাবে সভাপতি ছাড়াই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অপর দিকে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আলোচনা সভার শুরুতে জামাল আহদে জনি ও তার অনুসারীরা অনুষ্ঠান স্থল ত্যাগ করেন বলে দলীয় সূত্র জানায়।

অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় জিয়ার অবদান অস্বীকার করার উপায় নেই। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার রাজনীতি করছে ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করে ক্ষমতার জোরে নিজেদের মত করে ইতিহাস তৈরি করছে। দেশপ্রেমিক জনগণ এ ইতিহাস মানবে না এবং এক দিন প্রকৃত ইতিহাস সবার সামনে উঠে আসবে।’

বক্তারা আরো বলেন, ‘আওয়ামী লীগ নয়, বিএনপিই দেশপ্রেমিক দল।’

বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে আরো
শক্তিশালী করে শেখ হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার আনেন্দালন জোরদার করার আহ্বান জানান।

প্রথম পর্বে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ছাত্রদলের সাবেক নেতা মাওলানা ইব্রাহীম। যৌথভাবে এ পর্ব পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও মোশাররফ হোসেন সবুজ।

ইফতার ও মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন ও অনুষ্ঠান পরিচালনা করেন মোশাররফ হোসেন সবুজ। উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, খন্দকার ফরহাদ, মোহাম্মদ সুরুজ্জামান ও মোহাম্মদ সেলিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সাবেক ছাত্রনেতা আব্দুস সবুর, আনোয়ার হোসেন, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, আব্দুস সবুর, সৈয়দ আকিকুর রহমান ফরুক, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বার শেখ শাহজাহান, যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমএ বাতেন, যুবদল নেতা শাহ আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিরর, মোহাম্মদ জসিম মৃধা, কাজি মনির হোসেন, রাশেদ রহমান, সোহেল আহমেদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদনাজমুল হোসাইন মুন্সী, আজিজুল বারী তিতাস, হুমায়ুন কবীর, মিল্টন হোসেন, মোহাম্মদ শেখ সিদ্দিক, মুসতাক আহম্মদ, জাহাঙ্গীর আলম, মহিলাদলের নেত্রী সৈয়দা মাহামুদা শিরিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।