রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে ফের সতর্ক করলেন বাইডেন

মঙ্গলবার, মে ৭, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ফিলিস্তিনের রাফায় অভিযানের ব্যাপারে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সতর্কতা সত্ত্বেও ইসরায়েল রাফায় অভিযান চালানোর ব্যাপারে অনড় রয়েছে ও ফিলিস্তিনীদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ জারি করেছে।

এ দিকে, যুক্তরাষ্ট্র বলেছে, ‘হামাস গাজায় জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে।’

হামাসের রাজি হওয়ার ব্যাপারটি পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক বিল বার্নস আরব মিত্রদের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মধ্যপ্রাচ্য সফর করছেন।

এ দিকে, জো বাইডেন এপ্রিলে নেতানিয়াহুকে হুঁশিয়ার করে বলেছিলেন, ‘রাফায় অভিযান চালানো হবে ভুল।’

এছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন গেল সপ্তাহে জেরুজালেমে বলেছেন, ‘রাফায় আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি বেসামরিক নাগরিকের কারণে সেখানে কোন অভিযান চালানো উচিত হবে না।’

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলা হয়েছে, ‘বাইডেন সোমবার (৬ মে) ফের রাফা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য কোন মানবিক পরিকল্পনা দেখছে না।’

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা মনে করি, রাফায় এ মুহুর্তে অভিযান চালালে ফিলিস্তিনী জনগণের দুর্ভোগকে রাতারাতি বাড়িয়ে তুলবে ও বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে যাবে।’

কিন্তু, বাইডেন ও নেতানিয়াহুর ফোনালাপের কয়েক ঘণ্টা পরই ইসরায়েল রাফা থেকে ফিলিস্তিনীদের সরে যেতে দ্বিতীয় দফায় নির্দেশ জারি করে বলেছে, ‘তারা সেখানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।’

এ দিকে, ইসরায়েল সোমবার (৬ মে) রাতে রাফা এলাকায় বিমান হামলা জোরদার করেছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘ইসরায়েলের বিমান সোমবার (৬ মে) রাফায় ৫০টিরও বেশি সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে।