শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

রাফায় ইসরায়েলের হামলায় পাঁচজনের মৃত্যু

মঙ্গলবার, মে ৭, ২০২৪

প্রিন্ট করুন

রাফা, ফিলিস্তিনী অঞ্চল: ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলের হামলায় অন্তত পাঁচজন মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে মঙ্গলবার (৭ মে) এ তথ্য জানা গেছে।

এ দিকে, ইসরাইল রাফায় বড় ধরনের স্থল অভিযান চালানোর অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে।

রাফার কুয়েতি হাসপাতাল বলছে, ‘সোমবার (৬ মে) রাতের ইসরাইয়েলের হামলার পর তারা পাঁচজন শহীদ ও কয়েকজন আহতকে পেয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনী নিরাপত্তা সূত্রগুলো বলছে, ‘এলাকাটিতে বর্তমানে ইসরায়েল তাদের হামলার কর্মকান্ড জোরদার করেছে।’