শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দেয়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

শনিবার, ফেব্রুয়ারী ৪, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: অ্যার্টনি জেনারেল মেরিক গারর‌্যান্ড শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বলেছেন, তিনি রাশিয়ার অর্থ জব্দ করে শুরু ইউক্রেনকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছেন। খবর এএফপির।

প্রতিবেশি দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা এল।

গারল্যান্ড বলেন, ‘আজ আমি ঘোষণা করছি যে, ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদ এ প্রথম বারের মত স্থানান্তর করার অনুমোদন দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘এপ্রিল মাসে নিষেধাজ্ঞা ফাঁকির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়ান অলিগার্চ কনস্ট্যন্টিন মালোয়েভের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ থেকে এ অর্থ আসবে।’

গারল্যান্ডের বরাত দিয়ে সিএনএন বলছে, ‘ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে।’

অ্যান্ড্রি কোস্টিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘এমন পদক্ষেপ নেয়ায় বাজেয়াপ্ত করা ৫৪ লাখ ডলার দামের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে।’

কোস্টিন বলেন, তিনি ‘রাশিয়ান অলিগার্চদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নতুন আইন দেখে আনন্দিত।’

তিনি বৈঠকের সময় নিজের ও গারল্যান্ডের একটি ছবি টুইটারে পোস্ট করেন।