মস্কো, রাশিয়া: সাইবেরিয়ার পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে বড় ধরনের অগ্নিকান্ডে দুইজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সাইবেরিয়ার পূর্বাঞ্চলীয় নগরী আঙ্গারস্কে এ তেল শোধনাগার অবস্থিত।
নগরীর অবস্থান ইরকুটস্ক অঞ্চলের গভর্ণর ইগর কোবজেভ বলেছেন, ‘দুই জন মারা গেছেন ও আরো পাঁচজন আহত হয়েছেন, যাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস দূষণের কারণে এ আগুন লাগে বলে মনে করা হচ্ছে।’
তদন্তকারীরা শিল্প সুরক্ষা বিধি লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।