ঢাকা: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে বুধবার (৭ জুন) বিকালে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হল রিয়েলমি সি৫৫ চ্যাম্পিয়ন ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের নাম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আদনানুর রশিদ নিলয়। চ্যাম্পিয়ন হিসেবে সনদের পাশাপাশি তিনি জিতে নেন দুর্দান্ত রিয়েলমি সি৫৫। অসাধারণ আলোকচিত্রের জন্য প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন শ্রাবণ শাফিন ও সাদমান আলম সাদী এবং অনারেবল মেনশন পেয়েছেন খালেদ রাইহান। রানার-আপ এবং অনারেবল মেনশন বিজয়ীরা জিতে নেন ওয়াচ ও বাডসসহ রিয়েলমির এআইওটি পণ্য।
অনুষ্ঠানে রিয়েলমির ডিজিটাল মিডিয়া বায়িং ও ওয়েব ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ফারুক রহমান, অ্যাসিসট্যান্ট পাবলিক রিলেশনস ম্যানেজার শাহেদ জায়গীরদার এবং অ্যাসিসট্যান্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার একেএম তানজিমুর, এআইইউবির ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট সাদমান আলম সাদী উপস্থিত ছিলেন।
‘চ্যাম্পিয়ন মোমেন্ট’ প্রতিপাদ্যে সম্প্রতি এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের অংশীদারিত্বে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি চ্যাম্পিয়ন ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করে। বহুল প্রত্যাশিত এ প্রতিযোগিতা এআইইউবির শিক্ষার্থীদের থেকে অভুতপূর্ব সাড়া লাভ পায়। প্রতিযোগিতায় ১২৩ এর বেশি আগ্রহী তাদের মেধা প্রদর্শনে অংশ নেন। এ প্রতিযোগিতার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের গত ২৬ মে রমনা ও শাহবাগে ফটোওয়াকে নিয়ে যাওয়া হয়, যার ভিত্তিতে অংশগ্রহণকারীরা তাদের আলোকচিত্র জমা দেন।
এ প্রতিযোগিতার বিষয়ে এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট সাদমান আলম সাদী বলেন, ‘নিজেদের আগ্রহ ও মেধা প্রকাশের ক্ষেত্রে আলোকচিত্র নিয়ে আগ্রহী ও ফটোগ্রাফি ক্লাবের সদস্যদের জন্য এ প্রতিযোগিতা এক দারুণ সুযোগ আনে। অংশীদারিত্ব করার জন্য ও আমাদের ভেতরকার সুপ্ত আলোকচিত্রীকে বের করে আনতে সহায়তা করার জন্য আমি রিয়েলমিকে ধন্যবাদ জানাই।’
রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যরেন জ্যাং বলেন, ‘ফটোগ্রাফির মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে। এ উদ্যোগ আয়োজনের উদ্দেশ্য ছিল লেন্সের মাধ্যমে দুর্দান্ত সব মুহূর্তকে ফ্রেমবন্দী করার ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীদের আগ্রহ ও মেধার প্রকাশ। আমি প্রতিযোগিতার বিজয়ীদের ধন্যবাদ জানাই ও তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা।’
দেশের বাজারে রিয়েলমি সম্প্রতি তাদের চ্যাম্পিয়ন ফোন সি৫৫ উন্মোচন করেছে। ফোনটিতে রয়েছে চারটি সেগমেন্ট-ফার্স্ট ফিচার। ফোনটির অসাধারণ ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে ইন-সেগমেন্ট ৬৪ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, সাথে আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং দুই মেগাপিক্সলে বিঅ্যান্ডডব্লিউ লেন্স; যা ডিভাইসটিকে তরুণ আলোকচত্রী ও কনটেন্ট নির্মাতাদের জন্য দুর্দান্ত এক স্মার্টফোনে পরিণত করেছে। রিয়েলমি সি৫৫ ক্যামেরার মাধ্যমে তোলা যাবে ঝকঝকে সব ছবি। ডিভাইসের চ্যাম্পিয়ন নেচার দিয়ে অনুপ্রাণিত এ ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ভেতরকার সত্যিকারের আলোকচিত্রীকে বের করে আনা।