রেড রিভার, নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৭ মে) বিকালে অঙ্গরাজ্যের রেড রিভার শহরে মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে।
‘মেমোরিয়াল ডে’ উপলক্ষে নিউ মেক্সিকোর রেড রিভার শহরে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রায় অংশ নিয়েছিল প্রায় ২০ হাজার মোটরসাইকেল যাত্রী।
রেড রিভারের মেয়র লিন্ডা ক্যালহাউন বলেন, ‘গুলির ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।’ কোন একটি অপরাধী চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।
এর আগে এক টুইটে নিউ মেক্সিকো স্টেট পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
এ দিকে, গুলির ঘটনার পর এলাকাটিতে কারফিউ জারি করা হয়েছিল। শনিবার (২৭ মে) রাত দশটা থেকে রোববার (২৮ মে) ভোর চারটা পর্যন্ত কারফিউ জারি ছিল এবং সেই সময় মদ বিক্রিও বন্ধ ছিল।