সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

রোববার দুপুরে দেশের উদ্দেশে আল হামরিয়া বন্দর ছাড়বে এমভি আব্দুল্লাহ

রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

প্রিন্ট করুন

সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে নোঙর করা সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ রোববার (২৮ এপ্রিল) দেশের উদ্দেশে রওনা হবে। এর পূর্বে, শনিবার (২৭ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা খালাস শেষ করে জাহাজটি।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে ২৩ নাবিকসহ জাহাজটি দেশের উদ্দেশে রওনা হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ। তবে, জাহাজটি চট্টগ্রাম পৌঁছাতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ লেগে যাবে।

জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া কর্মকর্তা মিজানুল ইসলাম শনিবার (২৭ এপ্রিল) রাতে সংবাদ মাধ্যমকে বলেন, ‘শনিবার (২৭ এপ্রিল) দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহতে কার্গো (পণ্য) লোড করা শেষ হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দিনের বেলায় জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। তবে, চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে তাদের সময় লাগবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত।’

জলদস্যূ মুক্ত হয়ে গেল ২২ এপ্রিল সন্ধ্যা সোয়া সাতটার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে জাহাজটি। তখন সেখানকার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাহাজ পরিচালনাকারী এসআর শিপিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল ২১ এপ্রিল এমভি আবদুল্লাহ ওই বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।