নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মত এবারো বাংলাদেশ সোসাইটির আয়োজনে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের জন্য সপ্তম পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা চলছে। এরই মধ্যে নিউইয়র্কের বিভিন্ন এলাকার মসজিদগুলোতে প্রাথমিক পর্বে দুইটি বিভাগে ছেলে ও মেয়েরা পৃথক পৃথকভাবে অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।
প্রাথমিক পর্বে বিজয়ীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী রোববার (২ এপ্রিল)। একই দিন অনুষ্ঠিত হবে ইফতার ও দোয়া মাহফিলে। উড সাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হবে বিকাল পাঁচটায়।
কোরআন তেলাওয়াত সহযোগিতায় সহযোগিতা করছে আইটিভিইউএসএ।
প্রবাসীদের আগামী রোববার (২ এপ্রিল) তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে সোসাইটির কার্যকরী কমিটি।