মিশিগান, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক টাউন সেন্টারে আগামী রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মিশিগানের দুর্গা টেম্পল, কালীবাড়ী, রামকৃষ্ণ মিশন ও শিব মন্দির যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে।
মন্দির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা জানান, গেল কয়েক মাস ধরে বাংলাদেশে সনাতনীদের উপর শারিরিক, মানসিক নির্যাতন তথা মন্দির, বাড়ীঘর, দোকানপাট লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শন, দেশ ছাড়ার হুমকি দেয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার করা হয়েছে। এসবের প্রতিবাদে মিশিগানের দুর্গা টেম্পল, কালীবাড়ী, রামকৃষ্ণ মিশন ও শিব মন্দিরের উদ্যোগে রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় হ্যামট্রাম্যাক টাউন সেন্টারে সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সকলকে অংশ নিয়ে প্রতিবাদ কর্মসূচিকে সাফল্য মন্ডিত করতে অনুরোধ জানিয়েছেন মন্দির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা।