রোববার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্র ও কানাডায় ঈদুল ফিতর উদযাপিত হবে।
নিউইয়র্কসহ বাংলাদেশী ব্যবস্থাপনাধীন সব মসজিদ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, নিউইয়র্কে প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে থমাস এডিসন স্কুল পার্কে, ওজোনপার্কে আল আমান মসজিদ, চার্চ-ম্যাকডোনাল্ডে বায়তুল জান্নাহ মসজিদ, এস্টোরিয়ায় আল আমিন মসজিদের ব্যবস্থাপনায় সম্মুখস্ত রাস্তা ও পার্কে বিশাল ঈদ জামাতের প্রস্তুতি চলছে।
নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, মিশিগান থেকেও ঈদ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণের সংবাদ এসেছে।