লক্ষ্মীপুর: নির্বাচনে প্রতিবন্ধকতা নিয়ে লক্ষ্মীপুর-দুই আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেছেন, ‘নৌকার প্রার্থী ভিডিওতে বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে সহযোগিতা করবেন। কিন্ত, নৌকার কর্মীরা আমার লোকজনের ওপর হামলা চালাচ্ছে। আমার এজেন্ট হলে ৭ জানুয়ারির পর দেখে নেয়ার হুমকি দিচ্ছে। আমার এজেন্ট হলে তাদের ঘর জ্বালিয়ে দেয়ারও হুমকি দেওয়া হচ্ছে। আমি কর্মীদের বলেছি, কারো ঘর জ্বালিয়ে দিলে আমি ঘর করে দেব।’
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সেলিনা ইসলাম লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব বিষয় জানান। এর পূর্বে তিনি দুপুরে আনুষ্ঠানিকভাবে রায়পুর পৌরসভা লেংড়া বাজার এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন। সেখানে দূর্বৃত্তরা তার লোকজনের ওপর হামলা করেছে বলে জানিয়েছেন তিনি। এ সময় এক কর্মীকে মারধর করে আহত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে তার নাম-পরিচয় জানাননি।
সুষ্ঠু নির্বাচন নিয়ে সেলিনা ইসলাম বলেন, ‘আমি শতভাগ আশাবাদী, এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর হবে। প্রতিবন্ধকতা আমার কাছে কখনো মনে হয় না। এটা আমি অনুভব করি না। মনোনয়ন পত্রে মামলার ঘরে টিক চিহ্ন না দেয়ায় আমার প্রার্থিতা বাতিল হয়েছিল। নির্বাচন কমিশনে আপিল করে তা ফিরে পাইনি। পরে, উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাই। এসব করতে গিয়ে আমার ২৫ দিন সময় নষ্ট হয়েছে। এতে নির্বাচনি এলাকায় আসতে আমার সময় লেগেছে। কিন্তু, আমার লোকজন এর আগ থেকে কাজকর্ম শুরু করেছে।’
তিনি নৌকার প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘এরমধ্যে নৌকার কর্মীরা আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। প্রচারণার মাইক-গাড়ি ভাঙচুর করেছে। লোকজনকে ধরে এনে নৌকার প্রার্থীর কার্যালয়ে রাত দশটা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে। মাইক্রোবাস দিয়ে গিয়ে ১০-১৫ জন লোক আমার কর্মীদের হুমকি দিয়ে আসছে।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঈগল প্রতীকের প্রার্থীর ভিত্তিহীন অভিযোগ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য করা হচ্ছে। এ আসনে শান্তিপূর্ণ পরিবেশে সব প্রার্থী প্রচারণা চালাচ্ছেন।’