রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

লন্ডনে তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির ছয় নেতার বৈঠক

রবিবার, মার্চ ৫, ২০২৩

প্রিন্ট করুন

লন্ডন, ইংল্যান্ড: তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির ছয় নেতা। ইংল্যান্ডের লন্ডনে একটি হোটেলে বুধবার (১ মার্চ) এ বৈঠক হয়। ওই ছয় নেতা হলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মিল্টন ভুইঁয়া, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইঁয়া, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দীন ও মোশাররফ হোসেন সবুজ।

বৈঠকে আলোচনার প্রধান বিষয় ছিল যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন।

নেতারা তারেক রহমানকে বলেন, ‘দলকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রয়োজন। সরকার বিরোধী আন্দোলন ও খালেদা জিয়াকে মুক্ত করতে একক প্লাটফর্ম থেকে কাজ করতে হবে। গত এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে কোন কমিটি নেই। দলকে সংগঠিত করতেই কমিটি প্রয়োজন।’

তারা তারেক রহমানকে আরো বলেন, ‘আপনি যে কমিটি দেবেন, তা আমরা মাথা পেতে নেব। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা আপনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাবে।’

তাদের বক্তব্য শোনে তারেক রহমান নেতাদের বলেন, ‘সবাইকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। এখন পদ-পদবীর নিয়ে চিন্তা করলে চলবে না। দেশকে বাঁচাতে ও খালেদা জিয়াকে রক্ষা করতে আন্দোলনের বিকল্প নেই। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি অবশ্যই গঠন করা হবে। ঢাকার সাথে আলোচনা করে কমিটি গঠন করা হবে।’

লন্ডনে অবস্থানরত মিল্টন ভূইঁয়া গণ মাধ্যমকে বলেন, ‘দলের গুরত্বপূর্ণ নানা বিষয় নিয়ে তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা আমরা বলেছি। আমরা পদ-পদবী নিয়ে লবিং করিনি। আমরা সবাই এক বাক্যে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেয়ার অনুরোধ করেছি। তিনি আমাদের কথা শুনেছেন ও কমিটি দেবেন বলে জানিয়েছেন। শিগগির কমিটি দিবেন বলে আশ্বস্ত করেছেন তারেক রহমান।’

তিনি আরো বলেন, ‘তারেক রহমানের সাথে আমরা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলাম। তিনি এপয়েন্টমেন্ট দেয়ার পর আমরা সাক্ষাৎ করতে লন্ডন গেছি।’